ইসরাইলের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিলেন
  2019-04-18 16:36:59  cri
এপ্রিল ১৮: ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন স্থানীয় সময় গতকাল (বুধবার) রাতে আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দেন। এখন নেতানিয়াহুকে পরবর্তী ৪২ দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করতে হবে।

প্রেসিডেন্ট রিভলিন জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দু'দিন আলোচনার পর তিনি ৬৫ জন নির্বাচিত সংসদসদস্য দ্বারা প্রস্তাবিত নেতানিয়াহুকে মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন।

এর আগে বুধবার বিকেলে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান হানান মেল্সার প্রেসিডেন্টের কাছে নির্বাচনের ফলাফল উপস্থাপন করেন। সংসদের ১২০টি আসনের মধ্যে ৬৫টি নেতানিয়াহু'র নেতৃত্বাধীন লিকুদ পার্টি ও অন্যান্য ডানপন্থী দলগুলো অর্জন করেছে। অন্যদিকে, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ও অন্যান্য বামপন্থী দলগুলো জিতেছে ৫৫টি আসন।

এ নিয়ে নেতানিয়াহু পঞ্চমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040