ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কিউবার বহু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  2019-04-18 19:07:06  cri
এপ্রিল ১৭: মার্কিন সরকার গতকাল (বুধবার) ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কিউবার বহু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্যাংকের একজন কর্মকর্তাও নিষেধাজ্ঞাতালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। তবে ভেনেজুয়েলায় দৈনন্দিন ডেবিট ও ক্রেডিট কার্ড লেনদেন যাতে স্বাভাবিক থাকে এ জন্য মার্কিন সরকার কিছু ব্যবস্থা নিয়েছে।

অন্য এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, দুর্নীতি ও মানি লংডারিংয়ের কারণে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগার ছেলে লাউরেয়ানো ওর্তেগা মুরিলো এবং একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

বিবৃতি অনুযায়ী, নিষেদ্ধাজ্ঞাতালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে রক্ষিত তাদের অর্থ ব্যবহার করতে পারবে না এবং কোনো মার্কিন নাগরিকও তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না।

একইদিন হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কিউবার সরকারি বাহিনীর অধীনে ৫টি সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন বোলটন একই দিন ফ্রোরিডায় দেওয়া এক ভাষণে বলেন, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে রাশিয়াসহ যেসব দেশ কিউবায় সামরিক বাহিনী পাঠাতে আগ্রহী বা মাদুরো সরকারকে সমর্থনকারী—সেসব দেশকে সতর্ক করা। তা ছাড়া, কিউবায় মার্কিন ডলার প্রবেশ নিয়ন্ত্রণ করাও এর লক্ষ্য।

এদিকে, এ নিষেধাজ্ঞার ঘোষণা সম্পর্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা অবৈধ এবং অনৈতিক। ভেনেজুয়েলা নিজের উত্পাদনক্ষমতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ অর্থনৈতিক আক্রমণকে প্রতিরোধ করবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040