ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে তুরস্ক
  2019-04-18 19:08:54  cri
এপ্রিল ১৭: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তেহরানের সঙ্গে আর্থ-বাণিজ্য সহযোগিতা জোরদার করার কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুত ছাভুছলো। গতকাল (বুধবার) আঙ্কারায় ইরানের সফররত পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভুল এবং অবাস্তব। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প ব্যবস্থার সন্ধার করছে তুরস্ক ও ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে তালিকাভুক্তির মার্কিন সিদ্ধান্তেরও নিন্দা জানান তুর্কী মন্ত্রী। তিনি মনে করেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর শেষ করে তুরস্ক সফরে যান। এদিন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গেও জারিফের রুদ্ধদ্বার বৈঠক হয়। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040