নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'ইন্টারনেট চলচ্চিত্র ফোরাম' অনুষ্ঠিত
  2019-04-18 19:12:59  cri

এপ্রিল ১৮: নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'ইন্টারনেট চলচ্চিত্র ফোরাম' গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়।

ফোরামে হুয়াই ব্রাদার্স মিডিয়া কর্পোরেশনের সিইও ওয়াং জুং লেই বলেন, প্রকৃত চলচ্চিত্র ও ইন্টারনেট চলচ্চিত্রের মধ্যে মৌলিক সম্পর্ক রয়েছে। ইন্টারনেট চলচ্চিত্রের আবির্ভাব প্রকৃত চলচ্চিত্রকে এক অর্থে শক্তি যুগিয়েছে। চলচ্চিত্র দেখা এখন অনেক বেশি সহজ হয়েছে। যদিও ইন্টারনেট চলচ্চিত্র প্রকৃত চলচ্চিত্রের ওপরে এক ধরনের নেতিবাচক প্রভাবও ফেলেছে, কিন্তু ৫জি প্রযুক্তির যুগে দুই ধরনের চলচ্চিত্র একে অপরের পরিপূরক হবে।

আইছিয়ি'র সিইও ডঃ কুং ইয়ু বলেন, ভবিষ্যতে সিনেমা হলগুলোর চরিত্র যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাবে, তবে একেবারে হারিয়ে যাবে না। এক্ষেত্রে কীভাবে উইন-উইন বাণিজ্যিক কাঠামো তৈরি করা যায়, তা একটি প্রশ্ন। চীনের সিনেমা হলগুলোর মডেল পরিবর্তন হওয়া দরকার। ইন্টারনেটে প্রচারের জন্য কপিরাইট বিক্রির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতারা মুনাফা পেতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040