'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে: মুখপাত্র
  2019-04-18 19:18:05  cri
এপ্রিল ১৮: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মুখপাত্র ইউয়ান তা আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, গত ছয় বছরে 'সম্মিলিত আলোচনা, নির্মাণ ও উপভোগ'-এর ভিত্তিতে 'এক অঞ্চল, একপথ' উদ্যোগ বাস্তবায়নের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। চীন অব্যাহতভাবে এ পরিকল্পনা বাস্তবায়নের মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে।

তিনি জানান, চীন ইতোমধ্যে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় ১২৫টি দেশ ও ২৯টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ১৭৩টি সহযোগিতামুলক চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি আরও জানান, চীনের সঙ্গে ২০টিরও বেশি দেশের দ্বিপাক্ষিক স্থানীয় মুদ্রা বিনিময়ের ব্যবস্থা এবং ৭টি দেশের সঙ্গে রেনমিনপি দিয়ে হিসাব করার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তা ছাড়া, চীন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল যৌথকেন্দ্র স্থাপন করেছে।

মুখপাত্র বলেন, আসন্ন দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরামের মাধ্যমে চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমঝোতা ও যোগাযোগ বাড়িয়ে 'এক অঞ্চল, এক পথ' পরিকল্পনা বাস্তবায়নের মান বাড়াতে যৌথ প্রচেষ্টা চালাবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040