রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  2019-04-18 19:22:49  cri
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, রোজায় প্রধান ভোগ্যপণ্য ছোলা, পেয়াজের মতো পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই এ দাম বাড়ার কোনো কারণ নেই। তবে চিনির দাম কেজি প্রতি দু-এক টাকা বাড়তে পারে বলে জানান মন্ত্রী। অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে দাম বাড়াতে না পারে সে জন্য সরকারের কঠোর নজরদারি রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040