এন্টি মানি লন্ডারিংয়ে চীনের অগ্রগতির প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা
  2019-04-19 11:15:51  cri
এপ্রিল ১৯: গতকাল (বৃহস্পতিবার) চীনের গণব্যাংক সূত্র জানিয়েছে, আর্থিক কার্যক্রমসংক্রান্ত বিশেষ কর্মদল এফএটিএফের প্রতিবেদনে সাম্প্রতিক বছরগুলোতে চীনে এন্টি মানি লন্ডারিংয়ে অগ্রগতির ব্যাপক প্রশংসা করা হয়েছে। চীনের মানি লন্ডারিং মোকাবিলা ব্যবস্থার ভিত্তি মজবুত বলে উল্লেখ করা হয়।

এফএটিএফ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সরকারি এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধ সংস্থা। ২০০৭ সালে এ সংস্থায় যোগ দেয় চীন। ২০১৮ সালে আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যালোচনা দল চীনে বছরব্যাপী পর্যালোচনা করে আর গত ফেব্রুয়ারি মাসে চীনের সংশ্লিষ্ট পর্যালোচনা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনে বিভিন্ন স্তরে এন্টি মানি লন্ডারিং পর্যালোচনা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা দুর্নীতি দমন, অবৈধ অর্থ সংগ্রহ আর মাদকদ্রব্যসহ বিভিন্ন খাতে অর্থ পাচার রোধে সাহায্য করেছে।

আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ 'স্কাইনেট কার্যক্রম' ও 'ফক্স হান্ট কার্যক্রমে'র মাধ্যমে বিদেশে বসবাসরত অপরাধীদের সম্পত্তি ফেরত দেওয়া হয়েছে। প্রতিবেদনে চীনের এন্টি মানি লন্ডারিং খাতে সংস্কারের প্রস্তাবও দেওয়া হয়েছে। (সুবর্ণা/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040