সহজ চীনা ভাষা-'কুয়াশা কোথায়'
  2019-04-22 19:48:36  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'কুয়াশা কোথায়'। এর চীনা ভাষা হলো: 霧在哪wù zài nǎ lǐ। 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

কুয়াশা কোথায় একটি বৈজ্ঞানিক রূপকথা। লেখক 'কুয়াশা' নিয়ে ছোট শিশুর মতো কথা বলেছেন। এই পাঠে কুয়াশা যেন ছোট শিশুর মতো এই বিশ্বের সঙ্গে লুকোচুরি খেলছে। কুয়াশা সমুদ্রে এসে সেখানে লুকিয়ে যায়। কুয়াশা এলে সমুদ্রের পানি, জাহাজ, কোনো কিছুই দেখা যায় না।

কুয়াশা আকাশে ভরে যায়। তখন আকাশ ও সূর্য দেখা যায় না।

কুয়াশা সমুদ্রতীরে এসেছে, কুয়াশায় বাড়িঘর, সড়ক, গাছ, লোকজন, কালো বিড়াল- কিছুই দেখা যায় না।

কুয়াশা শহরে এসেছে। সে এখন কি কি জিনিস লুকিয়ে ফেলবে? কুয়াশা এখন নিজেকে লুকিয়ে ফেলেছে। ধীরে ধীরে জাহাজ, সূর্য, আকাশ, বাড়িঘর, রাস্তা, লোকজন, কালো বিড়াল স্পষ্ট দেখা যাচ্ছে।

আর কুয়াশা? সে কোথায়? আমরাও জানি না কুয়াশা কোথায় যায়!

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

霧wù কুয়াশা

在 zài আছে, অবস্থিত

哪 nǎ lǐকোথায়

大海dà hǎi সমুদ্র

天空tiān kōng আকাশ

城市 chéng shì শহর

看不見kàn bú jiàn দেখা যায় না

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040