'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের' লোগো প্রকাশিত
  2019-04-25 17:35:34  cri

এপ্রিল ২৫: আজ (বৃহস্পতিবার) 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের' লোগো প্রকাশিত হয়েছে।

লোগোটি প্রতিবিম্ব ও অক্ষর- এই দুই অংশ নিয়ে গঠিত। প্রতিবিম্বটি পিওনি ফুলের মতো এবং এশিয়ার ভৌগোলিক অবস্থা অনুযায়ী ছয়টি পাপড়িতে বিভক্ত। এটি এশিয়ার বিভিন্ন সংস্কৃতির বিনিময় ও সংলাপ এবং এশীয় জনগণের অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার প্রতিফলন। প্রতিবিম্বে 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের' ইংরেজি- Conference on Dialogue of Asian Civilizations এর আদ্যাক্ষর সিডিএসি (CDAC) যুক্ত করা হয়েছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040