সহজ চীনা ভাষা- 'তুষার শিশু'
  2019-04-30 10:32:25  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'তুষার শিশু'। এর চীনা ভাষা হলো: 雪孩子xuě hái zǐ । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

মূলত এটি একটি রূপকথার গল্প। গল্পে বলা হয়, শীতকালে মা খরগোশ মুলা খোঁজার জন্য বাইরে যায়। শিশু খরগোশ মায়ের সঙ্গে বাইরে যেতে চায়। মা খরগোশ তার জন্য তুষার দিয়ে একটি পুতুল তৈরি করে, যাতে শিশু খরগোশটি তুষারের পুতুলের সঙ্গে খেলাধুলা করতে পারে।

এরপর তুষার-পুতুলের সঙ্গে খেলতে খেলতে শিশু খরগোশটি ঘুমিয়ে যায়। খরগোশের বাড়িতে আগুন লাগে! সবকিছু পুড়ে যায়। এদিকে শিশু খরগোশটি তখন বাড়ির ভিতরে! তুষার-পুতুল শিশু খরগোশকে বাঁচানোর জন্য নিজের জীবন উত্সর্গ করে।

গল্পটি খুব সুন্দর, তাইনা বন্ধুরা? এমন সুন্দর রূপকথা পড়ে সবার মনে তুষার-পুতুলের জন্য ভালো অনুভূতি তৈরি হয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

雪xuě তুষার

孩子hái zǐ শিশু

早上zǎo shàng সকাল

不能 bú néng পারে না, হবে না

説shuō বলা

一起 yī qǐ একসঙ্গে, একসাথে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040