সহজ চীনা ভাষা-'খেঁকশিয়াল বাঘের শক্তি ব্যবহার করে অন্যকে ভয় দেখায়'
  2019-05-06 15:07:05  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'খেঁকশিয়াল বাঘের শক্তি ব্যবহার করে অন্যকে ভয় দেখায়'। এর চীনা ভাষা হলো: 狐假虎威hú jiǎ hǔ wēi ।

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

এটি চীনের খুব বিখ্যাত একটি গল্প। বনে একটি বাঘ খাবার খুঁজছে। তখন বাঘ একটি খেঁকশিয়াল ধরে ফেলে। খেঁকশিয়াল বলে: তোমার আমাকে খাওয়ার সাহস আছে? বাঘ কথা শুনে হতবুদ্ধি হয়ে যায়। সে বলে: কেন?

খেঁকশিয়াল বলে: আকাশের দেবতা আমাকে পাঠিয়েছেন তোমাকে পরিচালনা করার জন্য। তুমি আমাকে খেলে দেবতার নির্দেশ লঙ্ঘন হবে। তোমার এত সাহস কীভাবে হয়?

খেঁকশিয়াল আরও বলে: বিশ্বাস না করলে আমার পিছনে পিছনে চলো, আমি তোমাকে নিয়ে বিভিন্ন পশুর কাছে যাব।

খেঁকশিয়াল সামনে হাঁটে, বাঘ তার পেছনে থাকে। বনের সব পশু খেঁকশিয়াল ও বাঘকে দেখে ভয়ে পালিয়ে যায়। আসলে তারা খেঁকশিয়ালকে নয়, বাঘকে ভয় পাচ্ছিল, কিন্তু বাঘ তা বুঝতে পারে না। সে খেঁকশিয়ালের কথা বিশ্বাস করে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

老虎 lǎo hǔ বাঘ

為什麼wéi shí me কেন

派 pài পাঠানো

派我來 pài wǒ lái আমাকে পাঠানো

管 guǎn পরিচালনা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040