এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে ভাষণ দেবেন চীনা প্রেসিডেন্ট
  2019-05-09 18:52:23  cri

মে ৯: আগামী ১৫ মে বেইজিংয়ে 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন' শুরু হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন। চীনের কমিউনিষ্ট পার্টি—সিপিসি'র কেন্দ্রীয় কমিটির উপ প্রচারমন্ত্রী, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক সু লিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এশিয়ার ৪৭টি দেশ ও অন্যান্য দেশের সরকারি কর্মকর্তা এবং সংস্কৃতি, শিক্ষা, টিভি, থিংকট্যাংক, মিডিয়া ও পর্যটনসহ নানা ক্ষেত্রে ২ হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও শাখা ফোরামে অংশগ্রহণ করবেন।

আশা করা যায়, এ সম্মেলনের মাধ্যমে এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের সভ্যতার সফলতার কথা প্রচারিত হবে। পাশাপাশি বিভিন্ন দেশ ও বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার হবে। এভাবে মানবসভ্যতার উন্নয়ন ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন প্রক্রিয়া এগিয়ে যাবে বলে উল্লেখ করেন সু লিন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040