চায়না মিডিয়া গ্রুপের তৈরি 'এশিয়া: সভ্যতার আলো' প্রামাণ্যচিত্র প্রকাশিত
  2019-05-11 18:46:13  cri



মে ১১: 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন' আয়োজনের প্রাক্কালে সারা বিশ্বের টেলিভিশনে এশীয় সভ্যতার গৌরব তুলে ধরতে প্রকাশিত হলো প্রথম এইচডি থিম প্রামাণ্যচিত্র 'এশিয়া: সভ্যতার আলো'। চায়না মিডিয়া গ্রুপ—সিএমজি এটি তৈরি করেছে।

তিন পর্বের এই প্রামাণ্যচিত্রে মানবজাতির ঐতিহাসিক উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে এশীয় সভ্যতার উন্নয়ন এবং বিশ্বের ইতিহাসের ধারাবাহিক প্রক্রিয়ায় এশিয়ার সুদীর্ঘ, উজ্জ্বল, বহুমুখী ও সমন্বিত সভ্যতার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

এতে ভিয়েতনামের আও দাই, কম্বোডিয়ার অ্যাঙ্কোই ওয়াত, ইন্দোনেশিয়ার বাতিক, জর্ডানের পেত্রা, মালদ্বীপ সাগরের প্রকৃতিসহ বিভিন্ন সভ্যতার ঘটনা এবং এশীয় জনগণের পরিশ্রমে সৃষ্ট ইতিহাসের প্রাণবন্ত কাহিনী ফুটে উঠেছে। এ ভিডিও'র মাধ্যমে এশীয় সভ্যতাসংক্রান্ত গবেষণার শূন্যতা পূরণ হলো।

'এশিয়া: সভ্যতার আলো' নামের এ প্রামাণ্যচিত্রটিতে এশিয়ার ২২টি দেশ ও অঞ্চলের দৃশ্য দেখানো হয়েছে। চীনা সভ্যতা, ভারতীয় সভ্যতা, প্রাচীন মহেঞ্জোদ্দারো সভ্যতা, এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলের ঐতিহাসিক দর্শনীয় স্থান এতে দেখা যায়।

প্রামাণ্যচিত্রটি ফোরকে আল্ট্রা এইচডি প্রযুক্তিতে তৈরি হয়েছে। শনিবার থেকে চায়না মিডিয়া গ্রুপের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং চীনা ভাষার আন্তর্জাতিক চ্যানেলসহ বিভিন্ন প্লাটফর্মে প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040