১৬ থেকে ২২ মে বেইজিংয়ে এশীয় সভ্যতার কুচকাওয়াজ ও এশীয় খাদ্য উত্সব
  2019-05-12 15:42:08  cri
মে ১২: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে এশীয় সভ্যতার কুচকাওয়াজ এবং এশীয় খাদ্য উত্সব ১৬ থেকে ২২ মে বেইজিংয়ের অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হবে। আজ (রোববার) বেইজিং পৌর সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

এশীয় সভ্যতার কুচকাওয়াজের থিম হলো: 'এশিয়ার সভ্যতা ও বিশ্বের সমন্বয়'। প্রতিদিন সকাল ১০টায় এবং বিকেল ৪টায় দু'বার কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, জর্ডান, কাজাখস্তান, লাওস, লেবানন, রাশিয়া, নেপাল, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনামের সাংস্কৃতিক দল এবং অন্তর্মঙ্গোলিয়া, চিলিন ও হুপেইসহ চীনের বিভিন্ন স্থানের ২৮টি সাংস্কৃতিক দল এসব কুচকাওয়াজে অংশগ্রহণ করবে।

এ ছাড়া, এশিয়ার খাদ্য উত্সবে চীনা খাবারের বৈচিত্র্য এবং এশিয়ার নানান সুস্বাদু খাবার তুলে ধরা হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040