'সুন্দর এশিয়া-এশীয় সভ্যতার প্রদর্শনী' বেইজিংয়ে উদ্বোধন
  2019-05-13 17:32:50  cri
মে ১৩: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কার্যক্রম হিসেবে আজ (সোমবার) 'সুন্দর এশিয়া-এশীয় সভ্যতার প্রদর্শনী' বেইজিংয়ে জাতীয় জাদুঘরে উদ্বোধন হয়।

এবারের প্রদর্শনীতে এশিয়ার ৪৭টি দেশ এবং গ্রিস ও মিসরের মোট চার শতাধিক পুরাকীর্তি প্রদর্শিত হচ্ছে। এতে এশিয়ার সুদীর্ঘ ইতিহাস, সংস্কৃতির সমন্বয় এবং বৈচিত্র্যময় সভ্যতা ফুটিয়ে তোলা হয়েছে।

চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উপ-মহাপরিচালক কুয়েন ছিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে জানান, প্রদর্শনী মোট চার অংশে বিভক্ত। প্রদর্শনীর লক্ষ্য হলো সাংস্কৃতিক পুরাকীর্তির মাধ্যমে বিভিন্ন দেশের সভ্যতার কাহিনী তুলে ধরা করা এবং এশীয় দেশগুলোর পারস্পরিক বিনিময় ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম স্থাপন করা।

প্রদর্শনী ১১ অগাস্ট পর্যন্ত চলবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040