চীনে রবীন্দ্র সাহিত্যের প্রচার (ভিডিও)
  2019-05-14 14:45:10  cri

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত সাহিত্যিক এবং চীনাদের ভালো বন্ধু। বর্তমান চীনে অনেকেই রবীন্দ্র সাহিত্যের চর্চা ও গবেষণা করছে। তাঁর নাটকও চীনা ভাষায় অনুবাদ করে প্রচারিত হচ্ছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চীনের বেইজিং বিশ্ববিদ্যালয় 'রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যবিষয়ক আলোচনাসভা' আয়োজন করে এবং তাঁর নাটক 'চিত্রা'র চীনা সংস্করণ পরিবেশন করে। আমরা চীন-ভারত সংস্কৃতির বিখ্যাত গবেষক থান চোং এবং এই নাটকের পরিচালক হৌ ইং চুয়ের সাক্ষাৎকার গ্রহণ করেছি।

তাঁরা মনে করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান শুধু সাহিত্য ক্ষেত্রেই নয়; চীন ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বিনিময় এবং মহান জীবনদর্শনেও তাঁর অবদান অসাধারণ। তাঁর চেতনা বর্তমান চীন ও এশিয়ায় খুবই দরকার।

আমরাও বিশ্বাস করি রবীন্দ্রনাথের 'সাহিত্য সেতুর' মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার যোগাযোগ ও বোঝাপড়া আরও উন্নত হবে।



© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040