এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সিএমজি
  2019-05-14 15:58:18  cri
মে ১৪: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অডিও ম্যান্ডারিন ও ইংরেজি ভাষায় সরাসরি সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। এ ছাড়া, ম্যান্ডারিন, ইংরেজি, জাপানি, মঙ্গোলিয়ান, কোরিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, এস্পেরান্তো, ইতালীয়, স্প্যানিশ, পর্তুগিজ, নেপালি, হিন্দি, উর্দু, তামিল, বাংলাসহ ৪৪টি ভাষার ওয়েবসাইটে অনুষ্ঠানের সংবাদ তাত্ক্ষণিকভাবে প্রচারিত হবে। ফেসবুক, টুইটারসহ অন্যান্য বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানের খবরাখবর প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বুধবার ১৫ মে বেইজিংয়ে এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধন হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে উপস্থিত থাকবেন ও ভাষণ দেবেন। কম্বোডিয়া, গ্রিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আর্মেনিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এবং এশিয়ার ৪৭টি দেশ ও এশিয়ার বাইরের অন্যান্য দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040