সাংস্কৃতিক ভিত্তি জোরদারে চারটি প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট
  2019-05-15 11:52:01  cri

মে ১৫: সাংস্কৃতিক ভিত্তি জোরদারে চারটি প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ (বুধবার) 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' এসব প্রস্তাব দেন তিনি।

বিশ্বের নানা দেশ, জাতি ও সংস্কৃতির বিনিময়, পারস্পরিক শিক্ষা জোরদার করা এবং এশিয়া ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের সাংস্কৃতিক ভিত্তি জোরদার করার আহ্বান জানান প্রেসিডেন্ট। সি বলেন, সভ্যতার বৈচিত্র্যের কারণে বিনিময় করা উচিত্ এবং বিনিময়ের মাধ্যমে পারস্পরিক শেখা এবং এর মাধ্যমে সভ্যতার উন্নয়ন করা উচিত।

প্রস্তাবনায় সি বলেন, পারস্পরিক সম্মান ও সমতা, 'অন্যের লক্ষ্য বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে বেশি সাফল্য লাভ; নিজ ও অন্যের লক্ষ্যের সমন্বয়ের' চেতনা গড়ে তোলা, উন্মুক্ত ও সহনশীল মন নিয়ে পারস্পরিক শিক্ষা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা এবং নবায়ন ও উন্নয়নের পথে অবিচল থাকা উচিত্।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040