সভ্যতার কোনো সংঘর্ষ নেই, সভ্যতা উপভোগের মানসিকতা প্রয়োজন: সি চিন পিং
  2019-05-15 11:57:27  cri
মে ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, প্রতিটি সভ্যতার ফলাফল সুন্দর; তা মানবজাতির সৃজনশীলতার ফসল। বিভিন্ন সভ্যতার মধ্যে কোনো সংঘর্ষ নেই, সব সভ্যতা উপভোগের মানসিকতা দরকার। তিনি বলেন, সুন্দর জিনিসের মধ্যে মিল রয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের উচিত্ নিজ সভ্যতার ঐতিহ্যের সঙ্গে অন্য সভ্যতা উন্নয়নের পরিস্থিতি পর্যালোচনা করা; যাতে বৈশ্বিক সভ্যতার বাগান আরও সুন্দর হয়। বুধবার বেইজিংয়ে 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' এসব কথা বলেছেন তিনি।

প্রেসিডেন্ট সি আরও বলেন, সভ্যতার সৌন্দর্য উন্নত গ্রন্থ ও শিল্পকর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। বিভিন্ন দেশের সঙ্গে এশিয়ার উন্নত গ্রন্থগুলোর পারস্পরিক অনুবাদ পরিকল্পনা এবং চলচ্চিত্র ও টেলিসিরিজ ডাবিং খাতে সহযোগিতা করবে বেইজিং; যাতে পারস্পরিক সংস্কৃতির সমঝোতা গভীর হয় এবং সভ্যতার সৌন্দর্য বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়েই ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040