সভ্যতার দ্বার রুদ্ধ হলে পতন অনিবার্য: সি চিন পিং
  2019-05-15 12:02:16  cri
মে ১৫: আজ (বুধবার) বেইজিংয়ে 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সভ্যতার দ্বার রুদ্ধ হলে পতন অনিবার্য। যে কোনো জীবন্ত জীবের বিপাক প্রয়োজন, তা না-হলে জীবন থেমে যাবে। সভ্যতাও একই রকম, সভ্যতার পারস্পরিক বিনিময় ও শিক্ষা জরুরি। বিভিন্ন দেশকে উদার মন নিয়ে সভ্যতা বিনিময়ে বাধা ভেঙ্গে দেওয়া এবং সহনশীল মনোভাব নিয়ে বিভিন্ন সভ্যতার শ্রেষ্ঠ বিষয়গুলো গ্রহণ করার আহ্বান জানান সি।

সি বলেন, এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যুবক, বেসরকারি প্রতিষ্ঠান, আঞ্চলিক ও গণমাধ্যমসহ বিভিন্ন মহলের বিনিময় জোরদার করতে ইচ্ছুক বেইজিং; বুদ্ধিজীবীদের বিনিময় নেটওয়ার্ক গড়ে তোলা, সহযোগিতার পদ্ধতি সৃষ্টি করা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা গভীর করতে চায় চীন। যাতে এশীয় সভ্যতার বিনিময়ের পরিস্থিতি সৃষ্টি হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়েই ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040