চীন শুধু চীনেরই নয়, বরং গোটা বিশ্বের: সি চিন পিং
  2019-05-15 14:03:20  cri

মে ১৫: আজ (বুধবার) 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বর্তমান চীন শুধু চীনেরই নয়, বরং এশিয়ার ও গোটা বিশ্বের।

তিনি বলেন, চীনা সভ্যতা এশীয় সভ্যতার গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রাচীনকাল থেকে চীনা সভ্যতা উত্তরাধিকার ও নবায়নের মাধ্যমে উন্নত হচ্ছে। অনুগ্রহ ও ভালো প্রতিবেশীসুলভ আচরণ, সভ্যতার নীতি, জনগণের কল্যাণ ও উপকারিতা আমাদের সভ্যতার মূল্যবোধ। পুরানোকে বিদায় ও নতুনকে গ্রহণ এবং সময়ের সঙ্গে এগিয়ে চলা চীনা সভ্যতার চিরদিনের চেতনা। প্রকৃতির অনুকরণ এবং প্রকৃতি ও মানুষের ঐক্য, চীনা সভ্যতার অভ্যন্তরীণ বেঁচে থাকার প্রেরণা। সি বিশ্বাস করেন, ভবিষ্যতে চীন আরও উন্মুক্তভাবে বিশ্বকে আলিঙ্গন করবে এবং আরও প্রাচুর্যময় জীবনীশক্তি দিয়ে সফল সভ্যতা গড়ে তুলবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040