এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের সম্মানে সান্ধ্যভোজে
  2019-05-15 15:27:26  cri

মে ১৫: গতকাল (মঙ্গলবার) রাতে বেইজিংয়ে গণমহাভবনে সান্ধ্যভোজে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং স্ত্রী ফাং লি ইউয়ান এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি নেতৃবৃন্দ ও অতিথিদের স্বাগত জানান।

সান্ধ্যভোজে প্রেসিডেন্ট সি বলেন, সভ্যতার নেতৃত্ব ছাড়া ইতিহাসের উন্নয়ন, সমাজের সমৃদ্ধি এবং মানবজাতির অগ্রগতি সম্ভব না। এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের আয়োজনের লক্ষ্য হলো, এশিয়ার সহযোগিতার প্রবণতা ও সভ্যতার বিনিময়ের ক্ষেত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং বিভিন্ন সভ্যতার উন্নয়নে বিনিময়ের একটি প্লাটফর্ম সৃষ্টি করা।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040