অ্যান্দ্রেয়া বোসেল্লি এশীয় সংস্কৃতি কার্নিভালে 'নেসুন দর্মা' গানটি গাইবেন
  2019-05-15 19:12:48  cri

মে ১৫: ইতালির বিখ্যাত গায়ক আন্দ্রেয়া বোসেল্লি আজ (বুধবার) রাতে বেইজিংয়ে অনুষ্ঠেয় এশীয় সংস্কৃতি কার্নিভালে 'নেসুন দর্মা' শীর্ষক গানটি গাইবেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) তিনি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, 'নেসুন দর্মা' গানটি বিশ্ব অপেরা মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। তিনি চীনে বহুবার এই গানটি গেয়েছেন বলেও জানান।

তিনি বলেন, চীনের সঙ্গীত এবং চীনা সঙ্গীতজ্ঞরা তার মনে গভীর ছাপ ফেলেছে। চীনের সঙ্গীত বিশ্ব সঙ্গীত মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আন্দ্রেয়া বলেন, ভবিষ্যতে সংস্কৃতি ও সঙ্গীত ক্ষেত্রে চীন ও ইতালির বিনিময় বাড়বে এবং দু'দেশের সঙ্গীতজ্ঞদের মধ্যে আরো বেশি সহযোগিতা হবে বলে আশা করা যায়। এবারে এশীয় সংস্কৃতি কার্নিভালে অংশ নেওয়ার অভিজ্ঞতা সংস্কৃতির বিনিময় ও পারস্পরিক শিক্ষার ক্ষেত্রে তাকে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, অ্যান্দ্রেয়া বোসেল্লি ১২ বছর বয়সে ফুটবল খেলার সময় এক দুর্ঘটনায় অন্ধ হয়ে যান। অন্ধ হলেও তিনি তার সুন্দর কন্ঠস্বর দিয়ে সারা বিশ্বের অনুরাগীদের মন জয় করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040