এশীয় সংস্কৃতির কার্নিভালে' প্রেসিডেন্ট সি'র ভাষণ (ভিডিও)
  2019-05-15 22:46:47  cri



মে ১৫: সুপ্রিয় অতিথি, সুধীমন্ডলী, বন্ধুরা,

শুভ সন্ধ্যা! এই বিশেষ দিনে এশিয়ার বিভিন্ন দেশের অতিথি, শিল্পী ও বন্ধুরা একসঙ্গে মিলিত হয়ে কার্নিভালের মাধ্যমে আনন্দময় এবং সুপ্রীতিময় এই সাংস্কৃতিক সময় অতিবাহিত করছেন। প্রথমে আমি চীন সরকার এবং চীনা জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

এশিয়ার বিভিন্ন দেশের সুপ্রাচীন ও উজ্জ্বল সংস্কৃতি আছে, যার যার বৈশিষ্ট্য আছে এবং সংস্কৃতিগুলো একে অপরের পরিপূরক। এশিয়ার সভ্যতার বৈচিত্র্য এশীয় সংস্কৃতিতে আরও রং এবং স্থায়ী প্রাণশক্তি প্রদান করেছে। আজকে বৈচিত্র্যময় ও রঙ্গিন এশীয় সংস্কৃতির ফল দেখা যাচ্ছে। শিল্প বিভিন্ন জাতিকে অতিক্রম করতে এবং মনের যোগাযোগ বাড়াতে সক্ষম। এর মাধ্যমে বিশ্বের কাছে প্রাণবন্ত, চমত্কার ও উন্নত এশিয়াকে তুলে ধরা যায়।

চীনা জনগণ আশা করে, এশিয়ার বিভিন্ন দেশ এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় একে অপরকে সমর্থন করবে এবং হাতে হাত ধরে এশিয়া এবং বিশ্বের আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে।

এখন আমি 'এশীয় সংস্কৃতির কার্নিভাল কার্যক্রমের' উদ্বোধন ঘোষণা করছি।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040