বেইজিংয়ে শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  2019-05-16 09:52:45  cri

মে ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) বেইজিংয়ের গণমহাভবনে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও শ্রীলংকা একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। চীন সম্প্রতি শ্রীলংকায় সংঘটিত ধারাবাহিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং দেশটির সরকার ও জনগণের রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীন শ্রীলংকার সঙ্গে সভ্যতা ও শিক্ষার বিনিময় করতে চায়। পাশাপাশি, পারস্পরিক শ্রদ্ধা আর সমতার ভিত্তিতে অভিন্ন সমৃদ্ধির জন্যও শ্রীলংকার সঙ্গে একযোগে কাজ করে যেতে চায় চীন।

জবাবে মাইথ্রিপালা সিরিসেনা বলেন, দু'দেশের মৈত্রী ও যোগাযোগ সুদীর্ঘকালের, যা এখনও সুসংহত আছে। শ্রীলংকা চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করতে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040