সহজ চীনা ভাষা- 'বসন্ত'
  2019-05-27 18:18:08  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'বসন্ত'। এর চীনা ভাষা হলো: 春chūn । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'বসন্ত' হলো চীনের আধুনিক গদ্যলেখক চু জি ছিংয়ের লেখা রচনা। এটি চীনের গদ্য ইতিহাসের বিখ্যাত সৃষ্টি। ১৯৩৩ সালের জুলাই মাসে প্রকাশিত হয় 'বসন্ত'। এরপর দীর্ঘদিন ধরে চীনা ভাষার গ্রন্থে এটি স্থান করে নিয়েছে। এই গদ্যে প্রধানত বসন্তকালে প্রকৃতির সুন্দর দৃশ্য এবং বসন্তে প্রকৃতির পরিবর্তন ব্যাখ্যা করা হয়েছে। আসলে এর মাধ্যমে লেখক চু জি ছিং স্বাধীন জীবনের প্রতি নিজের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন। 'বসন্তে' একটি প্রাণচঞ্চল বসন্তকালের বর্ণনা করা হয়েছে; যা লেখক চু জি ছিংয়ের একান্ত নিজের জগতের প্রতিফলন।

এই পাঠে বলা হয়েছে: সবার আকাঙ্ক্ষায় বসন্তকাল এসেছে, উষ্ণ বাতাসে প্রকৃতির সব কিছুই জেগে উঠেছে। পাহাড় সবুজ হয়ে যাচ্ছে, নদ-নদীর পানি বেড়ে যাচ্ছে, সূর্যের মুখও লাল হচ্ছে। ঘাস মাটি থেকে মাথা উঠাচ্ছে, পিচ ফুল, নাশপাতি ফুল, প্রতিযোগিতা করে ফুটছে!

বসন্ত যেন নতুন জন্ম নেওয়া শিশুর মন; মাথা থেকে পা পর্যন্ত একেবারে নতুন, সে বড় হচ্ছে।

বসন্ত যেন ছোট মেয়ের মতো; সুন্দরভাবে সেজে-গুজে হাসছে, হেঁটে বেড়াচ্ছে।

বসন্ত যেন শক্তিশালী যুবকের মত; লোহার মত বাহু, কোমর ও পা, সে আমাদের নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

春chūn বসন্ত

東風 dōng fēng পূর্বের বাতাস

來了 lái le এসেছে।

বন্ধুরা, 了 le শব্দটি আগেও আমরা শিখিয়েছিলাম। আপনাদের লক্ষ্য করতে হবে যে, 了le শব্দটি চীনা ভাষায় খুব বেশি ব্যবহৃত হয়। তা বিশেষণ বা ক্রিয়ার পিছনে রাখা হয়, মানে একটি ক্রিয়া বা কোনো কিছু পরিবর্তন সম্পন্ন হয়েছে। যেমন পাঠে একটি বাক্য হল: সূর্যের মুখ লাল হয়েছে। এর চীনা ভাষা 太陽的臉紅了

tài yáng de liǎn hóng le । এখানে 紅了hóng le মানে লাল হয়েছে।

腳步jiǎo bù মানে footstep পদক্ষেপ, ধাপ, পায়ের ছাপ

近了 jìn le ঘনিয়েছে, closer। 近jìn মানে কাছাকাছি, ঘনিয়ে আসা, become Close

睡醒 shuì xǐng ঘুম থেকে জাগা। এখানে 睡shuìমানে ঘুমানো, 醒xǐng মানে জাগানো। যেমন: 睡了shuì le,ঘুমিয়েছে , 醒了 xǐng le জেগেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040