টেকসই উন্নয়ন বাস্তবায়ন এবং সুন্দর বিশ্ব গড়তে হবে: চীনের প্রেসিডেন্ট
  2019-06-08 13:32:09  cri

জুন ৮: গতকাল (শুক্রবার) রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সেন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠিত '২৩তম সেন্ট পিটার্সবুর্গ আন্তর্জাতিক অর্থনীতি ফোরামে' অংশগ্রহণ করেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে সি চিন পিং বলেন, টেকসই উন্নয়ন হলো বর্তমান বিশ্বের সমস্যা সমাধানের ভালো উপায়। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে হাতে হাত রেখে টেকসই উন্নয়নের ধারণা অনুসরণ করে বহুপক্ষবাদ রক্ষা করবে, বিশ্ব প্রশাসন সুসংহত করবে, যৌথভাবে বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে এবং যৌথভাবে আরও সমৃদ্ধ ও সুন্দর বিশ্ব গড়ে তুলবে।

২০১৩ সালে উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কথা উল্লেখ করে সি চিন পিং বলেন, জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে এর অনেক মিল আছে। গত এপ্রিলে বেইজিংয়ে "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের পারস্পরিক যোগাযোগের অংশীদারি সম্পর্ক গঠন ও টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পক্ষ একমত হয়েছে।

সি চিন পিং আরও বলেন, চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ বাড়াবে, ন্যায়সঙ্গত বাজারের পরিবেশ সৃষ্টি করবে, বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুফল বিনিময় করবে এবং যৌথভাবে সুন্দর বিশ্ব গড়ে তুলবে।

সি বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে দারিদ্রবিমোচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সহযোগিতা জোরদার করে জনগণের আরও বেশি সুখী জীবন গড়ে তুলতে চায়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040