'ভালো সিনচিয়াং'
  2019-06-12 12:10:37  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে কন্ঠশিল্পী ওয়াং ছিংয়ের কন্ঠে 'প্রতিদ্বন্দ্বিতা' নামের গান শোনাবো। তিনি সিছুয়ান প্রদেশের সুইনিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ওয়েবসাইটের কন্ঠশিল্পী। তিনি সংগীত কোম্পানিতে কাজ করেছেন। ২০১৩ সালে তিনি ইনটারনেটে নিজের রচিত সংগীত প্রকাশ করেন। ২০১৬ সাল থেকে তিনি চলচ্চিত্রের জন্য সংগীত রচনা শুরু করেন। তিনি অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য সুর রচনা করেছেন। 'প্রতিদ্বন্দ্বিতা' নামের গান একটি সিরিজ কার্টুনের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং ছিংয়ের কন্ঠে 'প্রতিদ্বন্দ্বিতা' নামের গান। এখন আমি আপনাদেরকে ওয়াং চি ওয়েন'র কন্ঠে 'তোমাকে ভালবাসার কথা বলা সহজ না' নামের গান শোনাবো। তিনি ১৯৬৬ সালের ২৬ জুন শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও টিভি হোস্ট। তিনি ১৯৮৮ সালে বেইজিং চলচ্চিত্র একাডেমির পারফরমেন্স বিভাগ থেকে স্নাতক হন। ১৯৯১ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম 'তোমাকে ভালবাসার কথা বলা সহজ না'। আজকের অনুষ্ঠানে অ্যালবামটির প্রধান সংগীত শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চি ওয়েন'র কন্ঠে 'তোমাকে ভালবাসার কথা বলা সহজ না' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী স্যিয়ং থিয়ান পিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৯ সালের ২৪ অগাস্ট তাইচং শহরের হ্যেফিং এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম স্যিয়ং ওয়েই (熊威)। তিনি ১৯৯৭ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি বেইজিংয়ে কনসার্ট আয়োজন করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পারস্পরিক বোঝাপড়া' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়ং থিয়ান পিংয়ের কন্ঠে 'পারস্পরিক বোঝাপড়া' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনা কন্ঠশিল্পী দাও লাং'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭১ সালের ২২ জুন সিছুয়ান প্রদেশের নেইচিয়াং শহরের জিচং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালো সিনচিয়াং' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দাও লাংয়ের কন্ঠে 'ভালো সিনচিয়াং' নামের গান। ২০০৪ সালে তিনি প্রথম সংগীত প্রকাশ করার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তুষারস্তুপে তুষারপদ্ম' নামের গান শোনাবো। গানটি চীনের একটি পুরাতন চলচ্চিত্রের থিম সং। গানটি একটি সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দাও লাং'র কন্ঠে 'তুষারস্তুপে তুষারপদ্ম' নামের গান। ২০০৫ সালে তিনি চীনের 'গোল্ডেন ডিস্ক' পুরস্কার লাভ করেন। ২০০৬ সালে তিনি দু'টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত সারা চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১১ সালের ১০ অগাষ্ট তিনি আরেকটি অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে একটি তিব্বতী লোকসংগীত শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040