তিব্বত সফররত বিদেশি প্রতিনিধিদলের জন্য সংবর্ধনা অনুষ্ঠান
  2019-06-13 09:37:40  cri

জুন ১২: "ফোরাম অন দ্য ডেভেলপমেন্ট অফ তিব্বত, চায়না" উপলক্ষ্যে চীন সফররত ৩৭টি দেশের ৭০জনেরও বেশি সাংবাদিক ও বিশেষজ্ঞের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ। রাজধানী লাসার একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস মিনিস্টার এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সিপিসি'র ডেপুটি সেক্রেটারি ছি চালা।

বক্তারা আমন্ত্রিতদের স্বাগত জানান এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। তাঁরা তিব্বতের উন্নয়ন কাছে থেকে প্রত্যক্ষ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনার আলোকে চীনের তিব্বত ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা। পৃথিবীর ছাদ— তিব্বতে বিশ্বের সর্বোচ্চ ছিংহাই—তিব্বত রেলওয়ের কথা উল্লেখ করে তাঁরা বলেন, এরকম আরও বড় জনকল্যাণমূলক প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে তিব্বত। তিব্বতে সব ধর্ম ও বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে বলে জানান বক্তারা। "দেখার মাধ্যমে বিশ্বাস" এই ধারণার আলোকে তিব্বতের উন্নয়ন নিজ চোখে দেখা ও বিশ্বের কাছে তুলে ধরার জন্য বিদেশি সাংবাদিক ও অতিথিদের প্রতি আহ্বান জানান আয়োজকরা।

নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তথ্য কার্যালয় এবং চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের যৌথ আয়োজনে "ফোরাম অন দ্য ডেভেলপমেন্ট অফ তিব্বত, চায়না" আয়োজিত হচ্ছে।

চীনের তিব্বত থেকে মোহাম্মদ তৌহিদ/সিআরআই

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040