বিশকেকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-06-13 10:43:38  cri

জুন ১৩: গতকাল (বুধবার) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি শাংহাই সহযোগিতা সংস্থার ১৯তম সম্মেলনে অংশ নেবেন।

 

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরোনবে ঝিনবেকভ বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানান। এসময় দু'নেতার মধ্যে এক সংক্ষিপ্ত বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও কিরগিজস্তান পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। তাঁর এ সফর দু'দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সফরকালে দু'দেশের মধ্যে মতবিনিময় হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আসন্ন বিশকেক শীর্ষ সম্মেলনের সাফল্যও কামনা করেন।

জবাবে কিরগিজ প্রেসিডেন্ট বিশকেক শীর্ষ সম্মেলন আয়োজনে তাঁর দেশকে সহায়তা করায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কিরগিজস্তান চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত এবং সিনচিয়াংয়ের দ্রুত উন্নয়নে তাঁর দেশ সন্তুষ্ট। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040