চীন-ভারত উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক ঘনিষ্ঠতর হওয়া উচিত: সি চিন পিং
  2019-06-14 10:44:23  cri

 

জুন ১৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন-ভারত উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক ঘনিষ্ঠতর করতে দু'পক্ষের উচিত প্রচেষ্টা চালানো। তিনি গতকাল (বৃহস্পতিবার) বিশকেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

সি চিন পিং বলেন, দু'দেশের উচিত পরস্পরকে হুমকি হিসেবে না-দেখে, উন্নয়নের সুযোগ হিসেবে দেখা। এসময় তিনি পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানো, অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদের পক্ষে দু'দেশের অবস্থান, এবং উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে নরেন্দ্র মোদি বলেন, চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদানপ্রদান ও কৌশলগত যোগাযোগ জোরদার করে আরও ব্যাপক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে মতভেদ নিয়ন্ত্রণে রাখতে ইচ্ছুক ভারত।

তিনি আরও বলেন, আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষকী। দু'দেশের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে দ্বিপক্ষিক সাংস্কৃতিক আদানপ্রদান জোরদার করা। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040