শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জুরিবোর্ডের সাংবাদিক সম্মেলন শাংহাই শহরে আয়োজিত
  2019-06-17 10:55:52  cri

জুন ১৭: গতকাল (রোববার) সকালে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জুরিবোর্ডের সাংবাদিক সম্মেলন শাংহাই শহরে আয়োজিত হয়। ২২তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'গোল্ডেন গোব্লেট অ্যাওয়ার্ডস'-এর প্রধান প্রতিদ্বন্দ্বিতা অংশের জুরিবোর্ডের দেশ বিদেশের সদস্যরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা হলেন মেক্সিকোর প্রযোজক নিকোলাস সেলিস, চীনের অভিনেতা ওয়াং জিং ছুন, ভারতের পরিচালক, চিত্রনাট্যকার রাজকুমার হিরানি, তুরস্কের পরিচালক, চিত্রনাট্যকার নুরি বিলজি সেলান, চীনের অভিনেত্রী চাও থাও, ইতালির পরিচালক, চিত্রনাট্যকার পাওলো জিনোভেস এবং রাশিয়ার পরিচালক, চিত্রনাট্যকার আলেক্সেই জেরম্যান।

তারা শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সম্বন্ধে নিজের মতামত, কিছু শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পর্কে নিজের নির্বাচনের মানদণ্ড এবং চলচ্চিত্র রচনায় নিজের অভিজ্ঞতা ও অনুভূতি বর্ণনা করেন।

ভারতের পরিচালক, চিত্রনাট্যকার রাজকুমার হিরানি বলেন, এবার জুরিবোর্ডের সদস্য হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করতে পেরে তিনি খুব সৌভাগ্যবান। তিনি বলেন, ভারতের অনেক চলচ্চিত্র চীনা দর্শকেরা পছন্দ করেন, এই জন্য তিনি খুব খুশি। তিনি আশা করেন, ভারতের চলচ্চিত্র সম্বন্ধে চীনা দর্শকদের আগ্রহ সবসময় বজায় থাকবে, ভবিষ্যতে সুযোগ থাকলে তিনি চীনা চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে সহযোগিতা করতেও আগ্রহী। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040