বাবা দিবস
  2019-06-18 13:18:14  cri

বাবা দিবস প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার। দিবসটি ২০তম শতাব্দিতে যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হওয়া শুরু হয়। এখন সারা বিশ্বে বাবা দিবস জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমান বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলে এদিন বাবা দিবস হিসেবে উদযাপন করা হয়। বিভিন্ন স্থানে বাবা দিবস উদযাপনের পদ্ধতি ভিন্ন। কিন্তু অধিকাংশ মানুষ বাবাকে উপহার দেয় এবং পরিবারের সবাই একসঙ্গে ডিনার খায়।

বর্তমান বাবা দিবসের একটা ইতিহাস আছে। ১৯১০ সালে ওয়াশিংটনের মাদাম ডোড এবং সোনাড়া লুইস স্মার্ট ডোডের উদ্যোগে বাবা দিবস নির্ধারিত হয়। ডোডের মা মোট ছয়টি মেয়ে সন্তান জন্ম দেন। ষষ্ঠ সন্তান হওয়ার সময় তাঁর মারা যান। সেজন্য তাঁদের বাবা জনাব উইলিয়াম স্মার্ট একা ছয়াটি সন্তানকে লালনপালন করেন। ১৯০৯ সালে স্মার্ট মারা যান। মাদাম ডোড বাবাকে স্মরণ করার জন্য স্মার্টের জন্মদিন ৫ জুনকে বাবা দিবস হিসেবে নির্ধারণের প্রস্তাব করেন। তখন সংশ্লিষ্ট শহরের মেয়র ও ওয়াশিংটনের গভর্নর তা মেনে নেন। ১৯১০ সালে যুক্তরাষ্ট্রে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে উদযাপন শুরু হয়।

চীনের নিজস্ব বাবা দিবস আছে। ১৯৪৫ সালে শাংহাইতে ৮ জুন বাবা দিবস হিসেবে নির্ধারণ করার প্রস্তাব করা হয়। ৮ চীনা ভাষার উচারণ 'পা'। চীনারা বাবাকে পা বলেও ডাকে। অবশ্য চীনারা যুক্তরাষ্ট্রের মতো জুন মাসের তৃতীয় রোববারকেও বাবা দিবস হিসেবে উদযাপন করে।

বিভিন্ন দেশে বাবা দিবস উদযাপনের ভিন্ন রীতি রয়েছে। যেমন, মার্কিনিরা বাবার জন্য নাস্তা তৈরি করে। জাপানিরা বাবাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখে। জার্মানরা বাবার সঙ্গে বিয়ার খায়। আর চীনা মানুষ সাধারণত বাবার সঙ্গে ডিনার খায় বা তার জন্য উপহার কেনে। (মুক্তা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040