বিগ ডাটা ও আমাদের জীবন
  2019-06-19 10:21:04  cri

উপাত্ত বা ডাটা অতীতের প্রতীক; তবে এর মধ্যে ভবিষ্যত দেখা যাবে। 'বিগ ডাটা' আমাদের জীবনকে কীভাবে পরিবর্তন করে? আমাদের জীবনে কী ধরনের সেবা দেয়? আজকের 'পুবের জানালা' অনুষ্ঠানে আমরা চীনের প্রথম বিগ ডাটা সার্বিক পরীক্ষামূলক এলাকা কুই চৌ প্রদেশে যাব, কয়েকটি গল্প শোনাব।

খাবারের স্মৃতি

দুপুরে, ঘন্টার সাথে সাথে ক্লাস শেষ হয়। কুই চৌ প্রদেশের থং রেন শহরের একাদশ প্রাথমিক স্কুলে সাড়া পড়ে যায়। ১১০০ ছাত্রছাত্রী ক্লাস রুম থেকে বের হয়ে ক্যন্টিনে যাচ্ছে।

ক্যন্টিনের দায়িত্বশীল ব্যক্তি চো লি বলেন, এখন তারা একটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে খাদ্য-উপাদান ক্রয় করেন। ক্লিক করলে সব কেনাকাটার কাজ শেষ। যে প্ল্যাটফর্মের কথা চো লি উল্লেখ করেন তার পুরো নাম 'শিক্ষার্থীর পুষ্টি স্মার্ট ক্লাউড'। যে খাবার শিক্ষার্থীরা খায় তার উত্পাদন থেকে পরিবহন, কীভাবে রান্না হয়—সবকিছু ট্রাকিং হতে পারে। বর্তমানে, থং রেন শহরের ৩০৭০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কিন্ডারগার্টেনের ৪ লাখ শিক্ষার্থী এ প্ল্যাটফর্মে আন্তর্ভুক্ত। ৫৮৮টি উত্পাদন কেন্দ্রও এর আওতায় এসেছে।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা আজ কী কী খাবে, এ খাবার কোথায় উত্পাদন করা হয়েছে, কে এ খাবার পরিবহন করবে, কে রান্না করবে—ইত্যাদি সকল তথ্য স্ক্রিনে দেখা যাবে।

টেলিমেডিসিন

কম্পিউটার দুটি। হাজার কিলোমিটার দূরে থাকলেও পাহাড়ি গ্রামের বাসিন্দা প্রদেশ পর্যায়ের চিকিত্সক ও বিশেষজ্ঞদের চিকিত্সা পেতে পারেন। ছিং লং জেলার সান পাও ই জাতির উপজেলার গ্রামবাসিন্দা ইয়াং সিং ইংর এ পদ্ধতির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা হয়।

ইয়াং সিং ইং বেশ কয়েক বার উপজেলার চিকিত্সাকেন্দ্রে গেলেও তার রোগ নির্ণয় করা যায়নি। চিকিত্সাকেন্দ্র কুই চৌ মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাসপাতালের কাছে টেলিমেডিসিনের অনুরোধ জানায়। দ্রুত, কুই চৌ মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাসপাতালের ডাক্তার ইয়াং সিং ইংয়ের কেস নিয়ে ৩০ মিনিটের মতো যৌথ চিকিত্সা মিটিং করেন এবং তার জন্য একটি চিকিত্সা পরিকল্পনা তৈরি করেন।

ইয়াং সিং ইং জানেন না টেলিমেডিসিন কী, তবে তিনি তার সুবিধা অনুভব করতে পারেন। বাড়িতে থেকে প্রদেশ পর্যায়ের ডাক্তারের চিকিত্সা পাওয়া কত সুবিধাজনক! রাজধানী কুই ইয়াং গেলে তিন দিন লাগবে এবং বেশ খরচ হবে।

তৃণমুলে চিকিত্সাসম্পদ অভাব এবং সেবা দুর্বলতা কুই চৌ প্রদেশের একটি সমস্যা ছিল। দেশের প্রথম টেলিমেডিসিন পরীক্ষামূলক প্রদেশ হিসিবে, গেল কয়েক বছরে, কুই চৌয়ে প্রতিষ্ঠিত হয় চিকিত্সা ও স্বাস্থ্য ক্লাউড এবং চীনে প্রথম বাস্তবায়ন করা হয় প্রদেশ-শহর-জেলা-উপজেলা—এই চার পর্যায়ের পাবলিক চিকিত্সা সেবার সার্বিক-ব্যবস্থা।

দারিদ্র্যবিমোচন

সকাল ৬টা, থং চি জেলার ভান লং কমিউনিটির বাসিন্দা লি হুয়াই মেই জেগে ওঠেন এবং বাচ্চাকে স্কুলে পাঠানোর পর নিজে কাজ করতে যান। ২০১৮ সালে লি হুয়াই মে ও তার পরিবার স্থানান্তর প্রকল্পের মাধ্যমে আসেন নতুন এ কমিউনিটিতে। নতুন বাড়িঘর ছাড়া, তিনি নতুন চাকরিও পান। তিনি নিজের অবস্থা অনুযায়ী একটি কর্মসংস্থান অভিপ্রায় ফর্ম পূরণ করেন। তার উপাত্ত পরে বিগ ডাটা ব্যবস্থাপনা প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা হয় এবং তার ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট কোম্পানির কাছে পাঠানো হয়। তার সেলাইয়ের অভিজ্ঞতা আছে। তাই কাছাকাছি একটি পোশাক কারখানা তাকে নিয়োগ করে। লিউ হুয়াই মের মতো ভান লং কমিউনিটির স্থানান্তরিত পরিবারগুলোর অন্তত একজন করে চাকরি পায়। স্থানান্তরিত মানুষের বয়স, শারীরিক অবস্থাসহ ৪০টি ব্যক্তিগত তথ্য প্লাটফর্মে অন্তভুক্ত করা হয়। উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রত্যক ব্যক্তির জন্য উপযুক্ত চাকরির সুপারিশ করা হয়।

উপাত্ত ও ফল চাষ

উ থাও ছেং একজন কিউই ফল চাষী। তিনি ফোন দিয়ে তার কিউই-র ছবি তোলেন। পরে ছবি একটি কৃষি ক্লাউড প্লাটফর্মে আপলোড করা হয়। ছবির মাধ্যমে ক্লায়েন্ট দেখতে পারেন কিউই চাষের রিয়েল অবস্থা। উ থাও ছেংয়ের জন্মস্থান সিউ ওয়েন জেলা, যেটা বিখ্যাত কিউই উত্পাদনকেন্দ্র। বিগ ডাটা ও কিউই চাষ যুক্ত হবার পর কিউইর চাষ ও বিক্রিসহ নানা প্রক্রিয়া ডিজিটাইজেশানের দিকে যাচ্ছে। কিউইয়ের ক্ষেতে কী ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় তাও ট্রাকিং হতে পারে।

উ ছেং তাও ২০১৭ সাল থেকে, নিজের চাষ বেসে স্থাপন করেন ভিআর ক্যামেরা, আবহাওয়া পর্যবেক্ষণ সরঞ্জাম, ইত্যাদি। ফল পার্কের আবহাওয়া, মাটি ও ফল গাছের নানা উপাত্ত সংগ্রহ করেন। তিনি বলেন, উচ্চ প্রযুক্তিগত সরঞ্জামের সাহায্যে ফল চাষ আরও সহজ হয়েছে। শাখা কাটা, সার প্রয়োগ, ফল বাছাই—সবই করা হয় উপাত্ত দেখে।

অভিজ্ঞতার বদলে উপাত্তের ওপর নির্ভর করে ফল চাষ এখন নতুন প্রবণতা। চীনা কৃষি ও গ্রাম মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে কৃষি শিল্পে ডিজিটাল অর্থনীতির অনুপাত ৭.৩ শতাংশ, যা আগের বছরের চেয়ে ০.৮ শতাংশ বেশি। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040