চৌ হুয়া চিয়ান
  2019-06-19 14:12:57  cri

চৌ হুয়া চিয়ান, ১৯৬০ সালের ২ ডিসেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সিভানইং-এ জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত পপ সঙ্গীতশিল্পী, সুরকার, অভিনেতা। তিনি ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৬৬ সালে চৌ হুয়া চিয়ান হংকংয়ের লুবান প্রাথমিক স্কুলে পড়তেন। ১৯৭৩ সালে হংকংয়ের সিনফা স্কুলে ভর্তি হন। ১৯৭৪ সালে তার বড় ভাই তাকে একটি গিটার দেন, তখন থেকে চৌ হুয়া চিয়ান গিটার শিখতে শুরু করেন।

১৯৭৮ সালে চৌ হুয়া চিয়ান মাধ্যমিক স্কুল পাশ করার পর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হন। একই বছর তিনি এবং তার ভালো বন্ধু একসাথে 'ডাস্টি' সংগীত ব্যান্ড গঠন করেন। তারা চীনের হংকংয়ের টিভিবি'র আয়োজিত দ্বিতীয় কন্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নেন। তারা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এছাড়া তারা ৪ হাজার হংকং ডলার পুরস্কার এবং বিনা খরচে গান গাওয়ার প্রশিক্ষণ পান।

১৯৭৯ সালে চৌ হুয়া চিয়ান তাইওয়ানে গিয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৮১ সালে তিনি ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৮২ সালে চৌ হুয়া চিয়ান সহপাঠীর সাহায্যে পানশালায় গান গাইতে শুরু করেন।

১৯৮৪ সালে চৌ হুয়া চিয়ান নিজের রচিত গান 'কে বলেছিল' নিয়ে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ১৯৮৭ সালে চৌ হুয়া চিয়ান নিজের প্রথম অ্যালবাম 'সবচেয়ে সত্য স্বপ্ন' প্রকাশ করেন। এর মধ্যে 'এই শহরে ভালোবাসা আছে' নামে গানটি দ্বিতীয় তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডের শ্রেষ্ঠ বার্ষিক গানের পুরস্কার পায়।

১৯৯০ সালে চৌ হুয়া চিয়ান 'আমার শিশুকে চুমু' নামে গানটি রচনা করেন। ১৯৯১ সালে তিনি 'আমাকে সুখ এবং দুঃখ দাও' নামে অ্যালবাম প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হল এই অ্যালবাম সেই বছর বিক্রি হয় ২০ লাখেরও বেশি কপি। এই অ্যালবামের থিম সং 'আমাকে সুখ ও দুঃখ দাও' গানটি সংগীত মহলে চৌ হুয়া চিয়ানের মর্যাদা স্থাপন করে।

১৯৯২ সালে চৌ হুয়া চিয়ান একটি ইংরেজি অ্যালবাম 'আই রিমেম্বার' প্রকাশ করেন। এই ইংরেজি অ্যালবাম তাইওয়ানে অ্যালবাম বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করে। ১৯৯৩ সালে চৌ হুয়া চিয়ান 'আমাকে সুখ ও দুঃখ দাও' অ্যালবাম নিয়ে চতুর্থ তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান।

১৯৯৪ সালে চৌ হুয়া চিয়ান 'বাতাস ও বৃষ্টি আমাকে বাধা দিতে পারে না' নামে গানটি প্রকাশ করেন। এই গানটি নিয়ে তিনি চ্যানেল ভি'র চীনা ভাষার শ্রেষ্ঠ ২০টি গানের পুরস্কার জিতে নেন। ১৯৯৫ সালে তিনি চীনা ভাষার সংগীত পুরস্কারের সর্বোচ্চ অ্যালবাম বিক্রির গায়কের পুরস্কার পান।

১৯৯৭ সালে চৌ হুয়া চিয়ান 'বন্ধু' নামে গানটি প্রকাশ করেন। এই গানও তার সংগীত জীবনের প্রতিনিধিত্বকারী গানের অন্যতম। ২০০২ সালে চৌ হুয়া চিয়ান প্রথম চীনের অ্যালবাম পুরস্কারের সবচেয়ে জনপ্রিয় হংকং ও তাইওয়ান কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। ২০০৫ সালে চৌ হুয়া চিয়ান সিংগাপুরের সোনালী সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার পান।

২০০৮ সালে চৌ হুয়া চিয়ান এবং তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী লুও তা ইয়ো ও চাং চেন ইউয়ে একসাথে 'চুং কুয়ান সিয়ান' নামে সংগীত ব্যান্ড গঠন করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে, 'চুং কুয়ান সিয়ান' সংগীত ব্যান্ড আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হয়।

২০১৩ সালে চৌ হুয়া চিয়ান নিজের রচনা করা অ্যালবাম 'চিয়াংহু' প্রকাশ করেন। এই অ্যালবামটি ২৫তম তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডের শ্রেষ্ঠ চীনা ভাষার অ্যালবামের মনোনয়ন লাভ করে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক চৌ হুয়া চিয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040