আজকের টপিক প্রসঙ্গ: ইউরোপ যুক্তরাষ্ট্রের দাবি উপেক্ষা করে নিজের গতিতে ৫জি উন্নয়ন করছে
  2019-06-19 15:09:21  cri

সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক অনুষ্ঠানে, আমরা ইউরোপের ৫জি উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আমি আলিমুল হক।

সুইজার্ল্যান্ড ও ব্রিটেনের পর স্পেন গত শনিবার থেকে ১৫টি শহরে ৫জি নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের টেলিফোন কম্পানি ভোডাফোন এ ৫জি নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব পালন করবে। বস্তুত, ইউরোপ এখন নিজের গতিতে ৫জি উন্নয়ন করছে।

এবার স্পেন ৫জি উন্নয়নে মূলত হুয়াওয়েই'র প্রযুক্তি ব্যবহার করবে। কারণ, ভোডাফোন-হুয়াওয়েই ঘনিষ্ঠ সহযোগিতা চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফর করেন। তার সফরের খবর বিবিসি হুয়াওয়েইর ৫জি যন্ত্রপাতি ব্যবহার করে সরাসরি প্রচার করেছে। তখন সেই ব্রিটিশ উপস্থাপক বিশেষ করে বলেছেন, এখন ব্রিটেনের ঐতিহাসিক সময় চলছে; হুয়াওয়েইর ৫জি যন্ত্রপাতির মাধ্যমে তারা অসাধারণ সম্প্রচার-গতি পেয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040