আজকের টপিক প্রসঙ্গ: ৬১৮ কিসের দিবস? কেন চীনা মানুষ কেনাকাটার জন্য পাগল হয়ে যায়?
  2019-06-19 15:10:56  cri

 

সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক অনুষ্ঠানে, আমরা চীনের অনলাইন শপিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আমি আলিমুল হোক।

আপনি কি জানেন ৬১৮ কিসের দিবস? জুন মাসের ১৮ তারিখ হচ্ছে চীনের অনলাইন শপিং কম্পানি চিংতুংয়ের জন্মদিন। তাই প্রতি বছরের জুন মাস থেকে চিংতুং বিভিন্ন ধরনের প্রোমোশন দিতে শুরু করে। বিশেষ করে ১৮ তারিখে সবচেয়ে নিম্ন দামে জিনিস কেনা যায় বলে অনেকেই এ দিনে পাগলের মত কেনাকাটা করে। ২০০৪ সাল থেকে এ দিবস শুরু হওয়ার পর এখন শুধু চিংতুং নয়, অন্যান্য অনলাইন শপিং এপিপিও এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রোমোশন দিয়ে নিজের বিক্রি বাড়ানোর চেষ্টা করে।

এক ছোট ধারনা দিতে পারি, যেমন অনলাইন এপিপি সুনিং, ১৮ তারিখে প্রথম এক ঘন্টায় মানে মধ্য রাত ১২টা থেকে ১টা পর্যন্ত, তাদের অর্ডার বেড়েছে ২১৫ শতাংশ। এ এক ঘন্টার মধ্যে পিপিটিভি ৩০ হাজার বিক্রি হয়েছে, এসি পাঁচ মিনিটে ১০ হাজার বিক্রি হয়েছে। সোনালি কিভি ফল ১.৬ লাখটি বিক্রি হয়েছে। বিভিন্ন ধরনের মোবাইল ফোন ১ লাখ বিক্রি হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040