উত্তর কোরিয়া সফরের জন্য রওনা দিলেন চীনের প্রেসিডেন্ট
  2019-06-20 10:41:12  cri

জুন ২০: কোরিয়ান ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান ও সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফরের জন্য রওনা দিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (বৃহস্পতিবার) বিশেষ বিমানযোগে বেইজিং ত্যাগ করেন।

প্রেসিডেন্ট সি'র স্ত্রী ও চীনের ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ও সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক তিং সুয়ে সিয়াং; সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বিদেশবিষয়ক কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি; রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই; গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ও চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক হ্য লি ফেং প্রেসিডেন্ট সি'র সঙ্গে উত্তর কোরিয়ায় যান।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040