চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে বিভিন্ন দেশের শিল্প-প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী লি'র স্বাগত
  2019-06-20 18:42:34  cri
জুন ২০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, তাঁর দেশ দৃঢ়ভাবে সংস্কার গভীরতর করবে, উন্মুক্ততা সম্প্রসারণ করবে এবং বাজারমুখী, বৈধ ও আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। চীনে অব্যাহতভাবে পুঁজি বিনিয়োগ করতে এবং চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানকে স্বাগত জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত 'বিশ্বের সিইও কমিটির' সপ্তম গোল টেবিল শীর্ষসম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, চীনের প্রায় ১৪০ কোটি লোকসংখ্যা আছে এবং চীন হচ্ছে ক্রমশ বর্ধনশীল বিশাল এক বাজার। এই বাজার বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রবেশের জন্য উন্নয়নের বিশাল জায়গা সৃষ্টি করেছে।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিল্পপতি বলেন, বিভিন্ন দেশ, খাত ও ক্ষেত্র থেকে চীনের সংস্কার গভীর এবং উন্মুক্ততা সম্প্রসারণ করার প্রত্যাশায় রয়েছেন তারা। চীনের সঙ্গে চিকিত্সা, অর্থ, গাড়ি, ডিজিটাল অর্থনীতি, ফাইভ-জি এবং নিম্ন-কার্বনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা চালাতে ইচ্ছুক তারা।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040