চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক দলের যোগাযোগ অব্যাহত থাকবে: চীনা মুখপাত্র
  2019-06-20 19:00:55  cri
জুন ২০: চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক দলের নেতারা দু'দেশের নেতাদ্বয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করবে। আলাপ-আলোচনার ভিত্তি ও দৃষ্টিভঙ্গি নিয়ে চীনের অবস্থান কখনও পরিবর্তিত হয় নি। চীনের কেন্দ্রীয় উদ্বেগ সঠিকভাবে সমাধান করতেই হবে।

আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফোং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ১৮ জুন প্রেসিডেন্ট সি আমন্ত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে। দু'দেশের প্রতিনিধি দল যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব বর্তমানের মতভেদ সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। দু'দেশের আর্থ-বণিজ্যিক দলের মতভেদ সমাধান নিয়ে যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন প্রেসিডেন্ট সি। পরবর্তীতে দু'দেশের প্রতিনিধি দলের দলনেতা দু'দেশের নেতাদের নির্দেশনায় কাজ করবে বলে মুখপাত্র উল্লেখ করেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040