পিয়ংইয়ংয়ে চীন ও উত্তর কোরিয়ার নেতাদ্বয়ের বৈঠক
  2019-06-20 19:54:38  cri
জুন ২০: স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান কিম জং-উন পিয়ংইয়ংয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তাঁরা একমত হন যে, ইতিহাসের নতুন সূচনায় চীন ও উত্তর কোরিয়া হাতে হাত ধরে সামনে এগিয়ে যাবে এবং যৌথভাবে দু'দেশ ও দু'পার্টির সম্পর্কের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, গত বছরের পর থেকে আমি আপনার সঙ্গে চার বার বৈঠক করেছি, ফলে চীন ও উত্তর কোরিয়ার নতুন অধ্যায় উন্মোচন করা হয় এবং গভীর মৈত্রীও সৃষ্টি করা হয়। এ সফরের জন্য বিশেষ করে স্বাগত অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও উত্তর কোরিয়া যেন একটি পরিবারের মতো, এই গভীর মমতার বন্ধন আমি গভীরভাবে উপলব্ধি করেছি। এবার দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করতে এবং কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে আমি এখানে এসেছি। এবারের সফরের সুযোগ কাজে লাগিয়ে আমাদের দু'দেশের সম্পর্কের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা যাবে বলে আমি বিশ্বাস করি।

জবাবে কিম জং-উন বলেন, আমি উত্তর কোরিয়ার পার্টি, সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে আপনি সফর করছেন, যা খুব তাত্পর্যপূর্ণ। এতে উত্তর কোরিয়া ও চীনের সুগভীর মৈত্রী প্রমাণিত হয়। আমি আপনার এবারের সফর কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের কৌশলগত সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040