সহজ চীনা ভাষা-'পদ্মপাতা ও মা'
  2019-06-24 15:32:41  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'পদ্মপাতা ও মা'। এর চীনা ভাষা হলো: 荷葉·母親hé yè ·mǔ qīn । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

আমার বাবার বন্ধু দুই গামলা পদ্মফুল উপহার দিয়েছেন। এক গামলা পদ্মফুল লাল রংয়ের, এক গামলা সাদা রংয়ের, বাবা সেগুলো উঠানে রেখেছেন।

নয় বছর আগে এক সুন্দর চাঁদনি রাতে, দাদা এবং আমি বাসার শীতল উঠানে বসে গল্প করছিলাম। মাঝরাতে ভারী বৃষ্টি শুরু হয়। সকালে উঠে অন্ধকার আকাশ দেখে আমার মেজাজ একটু খারাপ হয়। সেসময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, সাদা পদ্মফুলের সাদা সাদা পাপড়িগুলো বৃষ্টির পানির আঘাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো পানিতে ভাসছে!

এদিকে গতকাল লাল পদ্মফুল কুঁড়ি ছিল; আজ তা সুন্দরভাবে ফুটেছে!

অবশ্য, তা দেখেও মন ভালো হয় নি। আর একটু পরে আবার বৃষ্টি শুরু হয়। সেই লাল পদ্মফুল বৃষ্টির পানির আঘাতে মুখ থুবড়ে পড়ছে।

এসময় মা আমাকে ডাকেন। আমি মায়ের কাছে গিয়ে বসি। আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে যাই! লাল পদ্মফুলের কাছে একটি বড় পদ্মপাতা, আস্তে আস্তে পদ্মফুলের দিকে হেলে যাচ্ছে, ঠিক যেন ছাতার মতো পদ্মফুলের উপরে বিছিয়ে যাচ্ছে। ঠিক সেসময় আমার মেজাজ খারাপের অনুভূতি একদম হারিয়ে যায়!

বৃষ্টি বাড়তেই থাকে, তবে লাল পদ্মফুল আর হেলে পড়েনি। বৃষ্টির পানি আঘাত হেনেছে, তবে সেই সাহসী ও দয়ালু পদ্মপাতা সব আঘাত সহ্য করেছে ও পদ্মফুল রক্ষা করেছে।

আমার মন গভীরভাবে মুগ্ধ হয়।

মা, আপনি পদ্মপাতা; আর আমি লাল পদ্মফুল! আপনি ছাড়া কে আমাকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করবে?

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

荷葉hé yè mǔ qīn পদ্মপাতা

荷花 hé huā পদ্মফুল

母親mǔ qīn মা

朋友 péng yǒu বন্ধু

送 sòng এর কয়েকটি অর্থ আছে। এটিও আজকের পাঠের একটি গুরুত্বপূর্ণ শব্দ।

১. যে কোনো জিনিস অন্যকে দেওয়া। delivery যেমন: 送信sòng xìn চিঠি পাঠানো

送飯 sòng fàn খাবার পাঠিয়ে দাও

২. উপহার হিসেবে দেওয়া: 送花sòng huā :ফুল দেওয়া

送禮物sòng lǐ wù :উপহার দেওয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040