সহজ চীনা ভাষা--'প্রাণীর রসিকতা'
  2019-08-08 09:45:42  cri

মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের চীনা ভাষার সব পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক এতে লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাই, 'সহজ চীনা ভাষার' এই আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'প্রাণীর রসিকতা'।

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'প্রাণীর রসিকতা' হলো অস্ট্রিয়ার বিখ্যাত প্রাণীবিদ কনর‍্যাড লরেঞ্জের (Conrad Lorenz) একটি জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ। তিনি ১৯৭৩ সালে চিকিত্সায় নোবেল পুরস্কার পান। তাকে প্রাণী-চরিত্র-গঠন বিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়। এই পাঠটি প্রাণীর আচরণ গবেষণার সময়ে বিজ্ঞানীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণের নথি। এই পাঠে খুব কৌতুকপূর্ণ ভাষায় প্রাণীর আচরণ পর্যবেক্ষণ ও গবেষণার সময় বিভিন্ন মজার ঘটনা তুলে ধরা হয়েছে। প্রাণীর আচরণ পর্যবেক্ষণ ও গবেষণার সময়ে তিনি প্রকাশ্যে একটি দুষ্টু তোতাপাখি ধরেছিলেন, ঘাসে হামাগুড়ি দিয়ে হাঁসের শব্দ অনুকরণ করেছিলেন। লেখকের কাজাগুলো খুব মজার। তবে, লেখকের চোখে সেসব প্রাণীর আচরণ আরও বেশি মজার ও আকর্ষণীয় ব্যাপার। এতে প্রাণী ও প্রকৃতির প্রতি লরেঞ্জের ভালোবাসা ও সম্মান এবং তার বৈজ্ঞানিক চেতনা প্রতিফলিত হয়েছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

動物 dòng wù প্রাণী/পশুপাখি ।

行為 xíng wéi আচরণ

有趣 yǒu qù মজা

প্রাণীর আচরণ খুব মজার:動物的行為很有趣 dòng wù de xíng wéihěn yǒu qù ।

笑 xiào হাসা। তুমি কেন হাসো? 你為什麼笑?nǐ wèi shěn me xiào?

笑談xiào tán রসিকতা

實驗 shí yàn পরীক্ষা। পরীক্ষা করা做實驗 zuò shí yàn

觀察guān chá পর্যবেক্ষণ করা। প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করা: 觀察動物的行為 guān chá dòng wù de xíng wé

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040