সহজ চীনা ভাষা-'বৃক্ষরোপণকারী ছাগপালক'
  2019-07-15 16:15:20  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'বৃক্ষরোপণকারী ছাগপালক'। এর চীনা ভাষা হলো: 植樹的牧羊人zhí shù de mù yáng rén । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'বৃক্ষরোপণকারী ছাগপালক'-এর আরেকটি নাম 'বৃক্ষরোপণকারী পুরুষ'। এটি মূলত ১৯৫৩ সালে ফ্রান্সের লেখক জিন জিওনোর লেখা একটি উপন্যাস। এর মূল ঘটনা হলো: একজন ছাগল পালক, তিনি একাই থাকেন। প্রায় অর্ধ-শতাব্দী নিরলস প্রচেষ্টা এবং বৃক্ষরোপণের পর তিনি অনুর্বর মালভূমিকে উদ্যানে পরিণত করেছেন। এভাবেই নিঃসঙ্গ একজন মানুষ জীবনের সুখ খুঁজে পেয়েছেন।

গল্পে বলা হয়, লেখক একবার আল্পস্ পাহাড়ের নিচে এক মালভূমিতে যান। সেখানে তিনি এই ছাগপালকের সঙ্গে পরিচিত হন। তিনি নিঃসঙ্গ। তবে এক সময় তার সুখের পরিবার ছিল। কিন্তু, তার স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর তিনি একা এই মালভূমিতে স্থানান্তরিত হন এবং একাই বসবাস করতে থাকেন। লেখক তাকে জিজ্ঞেস করেন, কেন এত কষ্ট করে গাছ লাগিয়েছেন তিনি? ছাগপালক বলেন, এই মালভূমিতে কোনো গাছ নেই; এটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিদিনের কাজ খুব বেশি নয়। তাই তিনি এই জমি ও পরিবেশ রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন।

এই ছাগপালকের অক্লান্ত চেষ্টায় মালভূমিটি আবারও সবুজ হয়ে ওঠে। লোকজন ধীরে ধীরে সেখানে গিয়ে বসবাস শুরু করে। সেখানকার জীবন আবারও সমৃদ্ধ হয়ে ওঠে।

এই পাঠের প্রধান শব্দ ও বাক্যগুলো হলো :

植樹zhí shù বৃক্ষরোপণ

牧羊人mù yáng rén ছাগপালক

必須bì xū অবশ্যই /must

認識rèn shí পরিচিত

向前走xiàng qián zǒu সামনের দিকে যাওয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040