সহজ চীনা ভাষা-'প্রথমে এক ধাপ, তারপর আরেক ধাপ'
  2019-07-23 11:57:33  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'প্রথমে এক ধাপ, তারপর আরেক ধাপ'। এর চীনা ভাষা হলো: 走一步再走一步। 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'প্রথমে এক ধাপ, তারপর আরেক ধাপ', এর আসল নাম 'খাড়া উঁচু পাহাড়ে ওঠার শিক্ষা'। এর লেখক যুক্তরাষ্ট্রের মর্টন হান্ট।

মূল গল্পটি এমন: ছোট হান্টের শারীরিক অবস্থা ভালো না এবং সে খুব ভীরুও বটে। একবার সে এক বন্ধুর সঙ্গে খাড়া উঁচু পাহাড় উঠতে যান। মাঝামাঝি যাবার পর ভীষণ ভয়ে ছোট হান্ট মাঝপথে আটকে যায়! সে আর সামনেও যেতে পারে না, নিচেও নামতে পারে না! তার বন্ধু হান্টের বাবাকে নিয়ে আসে। বাবা হান্টকে বলে, ভয় পেও না। তুমি শুধু এক ধাপ আগাও, তারপর আরেক ধাপ। এভাবে আস্তে আস্তে হান্ট পাহাড়ের উপর উঠে যায়। হান্ট নিজের ছোটবেলার এই গল্পটি সবাইকে জানাতে চায়। যত কঠিন কাজই হোক-না-কেন, কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন, তারপর একটি একটি ছোট কাজ শেষ করুন। এভাবে অনেক বড় কঠিন কাজও সহজে সমাধান হয়ে যাবে।

এই পাঠের প্রধান শব্দ ও বাক্যগুলো হলো :

走 zǒu চলা

一步yī bù একটি পদক্ষেপ

再 zài আরও, আবার, মানে একটি কাজ পুনরায় করা।

出發 chū fā রওনা

跑 pǎo দৌড়ানো

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040