চীনের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ২৮ বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার গল্প এবং চীনের ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুলের উন্নয়ন
  2019-08-05 14:04:22  cri

২০২৫ সালে আরো ৩০ হাজার ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল স্থাপন করবে চীন

সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় 'চীনের যুব ক্যাম্পাস ফুটবল কর্ম-প্রতিবেদন ২০১৫-২০১৯' প্রকাশ করেছে। তাতে জানা গেছে, গত ৫ বছরে চীনে ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন ক্যাম্পাস উন্নয়ন, ফুটবল স্টেডিয়াম নির্মাণ ও কোচ প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।

চীনের ৩.৮ লাখ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মধ্যে মোট ২৪১২৬টি স্কুল ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ক্রীড়া, স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষাদান বিভাগের পরিচালক ওয়াং তেং ফেং জানান, ভবিষ্যতে চীন ফুটবল উন্নয়নের ব্যবস্থা মজবুত করবে এবং ২০২৫ সাল পর্যন্ত আরো ৩০ হাজারটি ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল স্থাপন করবে। তিনি বলেন,

'আসলে যেসব স্কুলের অবকাঠামো-ব্যবস্থা উপযোগী, সেসব স্কুল ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুলে পরিণত হয়েছে। নতুন নির্মিত ৩০ হাজারটি স্কুলে স্টেডিয়াম নির্মাণ ও কোচ প্রশিক্ষণ এবং বরাদ্দ সহায়তাসহ ধারাবাহিক পদক্ষেপ আমাদের প্রচেষ্টায় নিতে হবে।'

দীর্ঘকাল চীনে ফুটবল খেলার মাঠের অনেক অভাব দেখা যায়, যা চীনের ক্যাম্পাসে ফুটবল খেলার উন্নয়নে বাধা সৃষ্টি করে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে চীনের শিক্ষা ব্যবস্থায় স্কুলে ফুটবল মাঠের সংখ্যা ১.২ লাখটি, যা গড় হিসাবে স্কুলের চেয়ে মাঠের সংখ্যা অনেক কম।

এ সম্পর্কে ওয়াং বলেন, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে চীন দ্রুতভাবে ফুটবল মাঠের নির্মাণ কাজ সম্পন্ন করবে, তখন খেলার মাঠের অভাব স্পষ্টভাবে দূর হবে। তিনি বলেন,

'২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন স্কুলে নতুন নির্মিত বা মেরামতকৃত ফুটবল মাঠের সংখ্যা ৩২ হাজারটি, ২০২০ সালে আরো ২৯ হাজারটি নতুন নির্মিত হবে,২০২০ সালের শেষ নাগাদ নতুন নির্মিত বা মেরামতকৃত ফুটবল মাঠের মোট সংখ্যা ৬০ হাজারটিতে দাঁড়াবে বলে অনুমান করা হয়, যা পরিকল্পনার চেয়ে প্রায় দ্বিগুণ।'

ওয়াং আরো বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্কুলে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রক্রিয়া পূরণ করা হবে, প্রাথমিক স্কুল থেকে উচ্চবিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের ভর্তি নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল, প্রশিক্ষণ ক্যাম্প, ক্যাম্পাসে দক্ষ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ক্যাম্প এবং ক্যাম্পাসে রাষ্ট্রীয় পর্যায়ের খেলোয়াড় প্রশিক্ষণ এমন ব্যবস্থা গড়ে তোলা যায়।

ক্যাম্পাসের দক্ষ ফুটবল খেলোয়াড়কে চীনের রাষ্ট্রীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড়ে পরিণত হতে উত্সাহ ও সমর্থন দেবে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন,

'প্রশিক্ষণ ক্যাম্পে আমরা উচ্চমানের কোচ পাঠাবো, যাতে অঞ্চলটিতে প্রশিক্ষণ, পড়াশোনা ও প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়। সাথে সাথে স্থানীয় শিক্ষক ও কোচ দক্ষ বাচ্চাদের নিয়মিত প্রশিক্ষণ দেবেন, যাতে বাচ্চারা নিজের বাড়ি ও স্কুল ত্যাগ না করে ফুটবল খেলার দক্ষতা অর্জন করতে পারে এবং নিয়মিতভাবে ফুটবল খেলার প্রতিযোগিতায় অংশ নিতে পারে, ‌একই সাথে বাচ্চারা যেন শ্রেষ্ঠ কোচের প্রশিক্ষণ ও পরামর্শও পেতে পারে। তা আমাদের চীনের বৈশিষ্ট্যসম্পন্ন যুব ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণের বিশেষ পদ্ধতি।'

ওয়াং আরো বলেন, ক্যাম্পাসে ফুটবল খেলার স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে চীনের ব্যাপক অভিজ্ঞতা সংগ্রহ করা উচিত। সর্বজনীনতা, প্রশিক্ষণ ব্যবস্থা, দক্ষ ব্যক্তিদের নিশ্চয়তা এবং প্রশিক্ষণ পদ্ধতির সংমিশ্রণ করতে হবে, কম সময়ের মধ্যে সাফল্য অর্জন এমন 'দ্রুত সাফল্য' অর্জনের ভুল ধারণা গ্রহণ করা হবে না। তিনি বলেন,

'প্রশিক্ষণ হোক বা পড়াশোনা হোক মনোযোগ দিয়ে ধীরে ধীরে সাফল্য অর্জন করতে হবে এবং সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আমাদের মানসম্মত দক্ষতা উন্নীত করতে হবে। তা একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। দ্রুত সফলতা অর্জনের শর্টকাট পদ্ধতি ত্যাগ করতে হবে।'

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040