জেরুসালেমের আল-আক্‌সা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো ফিলিস্তিন
  2019-08-12 10:07:52  cri

অগাস্ট ৮: জেরুসালেমের আল-আক্‌সা মসজিদে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। গতকাল (রোববার) ফিলিস্তিনের প্রেসিডেন্টভবনের মুখপাত্র নাবিল আবুর দাইনাহ এক বিবৃতিতে বলেন, ইসরাইল সরকারের উচিত এই হামলার দায় বহন করা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব বিশ্বকে জেরুসালেমে ইসরাইলের বৈরী আচরণ প্রতিরোধ করার আহ্বানও জানান।

উল্লেখ্য, রোববার ঈদের দিনে আল-আক্‌সায় নামাজরত মুসল্লিদের ওপর চালানো ইসরাইলি পুলিশের অতর্কিত হামলায় ডজন খানেক মানুষ আহত হন। পুলিশ হামলা চালালে মুসল্লিরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।

ফিলিস্তিনের চিকিত্সা বিভাগের খবর থেকে জানা গেছে, সংঘর্ষে ৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আর ইসরাইলের সরকারি ভাষ্য অনুসারে, ৪ জন ইসরাইলি পুলিশ আহত হয়। (শুয়েই/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040