প্রাকৃতিক সম্পদভিত্তিক পর্যটন
  2019-08-14 09:26:14  cri

অগাস্ট ১৪: সাম্প্রতিক বছরগুলোতে চীনের কানসু প্রদেশের কাননান তিব্বত জাতির স্বায়ত্তশাসিত রাজ্য বিশেষ প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে ব্যাপকভাবে পর্যটন শিল্প উন্নয়ন করে আসছে। এতে কয়েক শত তিব্বতি জাতির বিশিষ্ট সংস্কৃতিসম্পন্ন পর্যটন-গ্রাম সৃষ্টি হয়। আর এই গ্রামগুলোতে গ্রামীণ পর্যটনসহ বিভিন্ন সাংস্কৃতিক শিল্পে অংশ নিয়ে কৃষক ও পশুপালকরা হয় দারিদ্র্যমুক্ত। (লিলি/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040