হুং হু হ্রদের পানি
  2019-08-14 15:46:32  cri


চাং ইয়ে চীনের বিখ্যাত গায়িকা। ১৯৬৮ সালের ২৮ মে তিনি চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চায়না কোসার্ভেটোরি অব মিউজিক থেকে স্নাতক হন। তিনি একজন সোপ্রানো (soprano) গায়িকা এবং দেশের প্রথম শ্রেণীর অভিনেত্রী। চায়না কোসার্ভেটোরি অব মিউজিকের অধ্যাপকও তিনি। 

১৯৬৮ সালের বসন্তকালে তিনি চীনের হুনান প্রদেশের ছাংসা শহরের একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম চাং সিং মিন; তিনি ছাংসা শহরের নৃত্যগীতি দলের পেশাদার অপেরা রচনাকারী। তার মা হুনান প্রদেশের স্থানীয় অপেরা—হুয়াকু অপেরার অভিনেত্রী। ১৯৯৮ সালে চাং ইয়ে 'নতুন যুগে প্রবেশ করা' গানটি গেয়ে সারা চীনে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০০৬ সালের জানুয়ারি মাসে তিনি সাফল্যের সঙ্গে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। ২০০৫ সালে চাং ইয়ে বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতে নেন। ২০০৮ সালের অগাস্ট মাসে বেইজিং অলিম্পিক গেমসের সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি 'আজ রাতের চাঁদ এত উজ্জ্বল' শীর্ষক গানটি গেয়েছিলেন। 

১৯৮২ সালের জুন মাসে, যখন চাং ইয়ে'র বয়স ১৪ বছর, তখন তিনি মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হন এবং পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল নিয়ে হুনান প্রদেশের গুরুত্বপূর্ণ এবং প্রথম শ্রেণীর হাই স্কুলে ভর্তি হন। এরপর তিনি হুনান প্রদেশের শিল্প স্কুলে অপেরা শেখার জন্য ভর্তি হন। ১৯৯১ সালে তিনি চায়না কোসার্ভেটোরি অব মিউজিক থেকে স্নাতক হন। ১৯৮৬ সালে চাং ইয়ে চীনের কেন্দ্রীয় টেলিভশন-সিসিটিভির দ্বিতীয় যুব গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৮৮ সালে তিনি সিসিটিভির তৃতীয় যুব গায়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পেশাদার গায়ক গ্রুপের ব্রোঞ্জপদক লাভ করেন। 

১৯৮৭ সালে তিনি প্রথমবারের মত সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক টিভি অনুষ্ঠানে অংশ নেন। বসন্ত উত্সব চীনাদের বৃহত্তম ঐতিহ্যবাহী উত্সব এবং সেদিন রাতে সিসিটিভির সাংস্কৃতিক অনুষ্ঠান চীনাদের সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি সেই বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে 'লিউ ইয়াং নদী' শীর্ষক গানটি গেয়েছিলেন। 

১৯৮৯ সালে চাং ইয়ে দ্বিতীয়বারের মত সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং 'সুপারি তোলা' শীর্ষক গানটি পরিবেশন করেন।

১৯৯৯ সালে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান 'রেশম পথের বৈশিষ্ট্য'-তে অংশ নেন। অনুষ্ঠানে তিনি 'মাতৃভূমি, তুমি ভালো আছো?' শীর্ষক গানটি গেয়ে শোনান। 

১৯৯৪ সালে চাং ইয়ে তৃতীয় বারের মতো সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন এবং 'বসন্তের বাতাস শোনা' নামের গানটি পরিবেশন করেন।

১৯৯৫ সালে চাং ইয়ে পঞ্চম বারের মতো সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ওঠেন এবং 'সবকিছুই ইচ্ছামতো হবে' শীর্ষক গানটি পরিবেশন করেন।

১৯৯৬ সালে চাং ইয়ে ষষ্ঠ বারের মতো সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ওঠেন এবং 'এটাই হল আমার সুন্দর মাতৃভূমি' নামের গান পরিবেশন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত আপনাদেরকে চীনের শ্রদ্ধাভাজন এবং জনপ্রিয় গায়িকা চাং ইয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর দেশাত্ববোধক গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040