বেইজিংয়ে বিশ্ব উদ্যান মেলায় 'ভারত দিবস' আয়োজিত
  2019-08-19 14:32:27  cri

অগাস্ট ১৯: গতপরশু (শনিবার) বিকেলে বেইজিংয়ে বিশ্ব উদ্যান মেলার দুই নম্বর থিয়েটারে 'ভারত দিবস' আয়োজিত হয়ে। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রি অভিনন্দনবার্তায় জানান, ২০১৯ সালে বিশ্ব উদ্যান মেলার প্রতিপাদ্য 'সবুজ জীবন, সুন্দর স্বদেশভূমি', যা চলমান পরিস্থিতির জন্য তাত্পর্যপূর্ণ। কারণ মানবজাতির উন্নয়ন জীবনযাপনের উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। প্রাচীনকাল থেকে এ পর্যন্ত ভারতীয়রা মানুষ ও প্রকৃতি, মানুষ ও মানুষ এবং হৃদয় ও শরীরের সুষমতা বিশ্বাস করেন। এবার উদ্যান মেলায় ভারতীয় বাগান এ ধারণা তুলে ধরেছে।

বেইজিং উদ্যান মেলার সরকারি উপ-প্রতিনিধি লি ই তাঁর অভিনন্দনবার্তায় বলেন, উদ্যানের নির্মাণ কাজে অনেক গুরুত্ব দেয় ভারত, তাই চমত্কারভাবে সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করেছে। ভারতীয় উদ্যানের আয়তন প্রায় ১০০০ বর্গমিটার, স্থানীয় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ও ইয়োগাসহ বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করেছে বলে তা পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040